মৌলভীবাজার জেলায় সচেতনতামূলক কার্যক্রমের চেকপোষ্ট স্থাপন

0
92
কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার ত্রিশটি স্থানে একযোগে “ঝুঁকি নেয়ার দরকার নাই,মাস্ক ছাড়া গতি নাই” “মাস্ক পরুন সেবা নিন, করোনার প্রাদুর্ভাব আটকে দিন” এই প্রতিপাদ্য নিয়েই মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েব মোকাবেলায় প্রতিটি থানার সম্মুখে একটি করে সচেতনতামূলক কার্যক্রমের চেকপোষ্ট স্থাপন করা হয়েছে।  যার কার্যক্রম আগামী এক সপ্তাহব্যাপি চলবে।
বৃহস্পতিবার(২৬শে নভেম্বর) শ্রীমঙ্গল থানার সম্মুখে সচেতনতামূলক মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আশরাফুজ্জামান আশিক, সিলেট বিভাগীয় সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবীর, ওসি অপারেশন নয়ন কারকুন, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ, এডভোকেট অম্লান দেবনাথ সহ শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ও পুলিশ সদস্য বৃন্দ, বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা আমাদের জানান যে, জেলার মধ্যে যাদের মাস্ক থাকবে না তাদের মাস্ক পড়ার শপথ করানো হবে, প্রাথমিকভাবে মাস্ক সরবরাহ করা হবে, মাস্ক ছাড়া প্রবেশ নিরুৎসাহিত করা হবে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জেলা পুলিশের সচেতনতামুলক মঞ্চ থেকে সপ্তাহব্যাপী জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উক্ত মঞ্চ থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন।

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::

মৌলভীবাজার জেলার ত্রিশটি স্থানে একযোগে “ঝুঁকি নেয়ার দরকার নাই,মাস্ক ছাড়া গতি নাই” “মাস্ক পরুন সেবা নিন, করোনার প্রাদুর্ভাব আটকে দিন” এই প্রতিপাদ্য নিয়েই মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েব মোকাবেলায় প্রতিটি থানার সম্মুখে একটি করে সচেতনতামূলক কার্যক্রমের চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। যার কার্যক্রম আগামী এক সপ্তাহব্যাপি চলবে।

বৃহস্পতিবার(২৬শে নভেম্বর) শ্রীমঙ্গল থানার সম্মুখে সচেতনতামূলক মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আশরাফুজ্জামান আশিক, সিলেট বিভাগীয় সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবীর, ওসি অপারেশন নয়ন কারকুন, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ, এডভোকেট অম্লান দেবনাথ সহ শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ও পুলিশ সদস্য বৃন্দ, বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা আমাদের জানান যে, জেলার মধ্যে যাদের মাস্ক থাকবে না তাদের মাস্ক পড়ার শপথ করানো হবে, প্রাথমিকভাবে মাস্ক সরবরাহ করা হবে, মাস্ক ছাড়া প্রবেশ নিরুৎসাহিত করা হবে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জেলা পুলিশের সচেতনতামুলক মঞ্চ থেকে সপ্তাহব্যাপী জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উক্ত মঞ্চ থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন।