দিনাজপুরে মাসুম বেকারীকে জরিমানা : নকল মোড়ক জব্দ

0
87

শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ নকল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে দিনাজপুরের স্বনামধন্য খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাসুম বেকারীর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় সরকারিভাবে অনুমোদিত বিভিন্ন পণ্য ব্রান্ডের নকল মোড়ক জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ১টায় বিএসটিআই রংপুরের সহযোগিতায় দিনাজপুর শহরের নয়নপুরে মাসুম বেকারীর কারখানায় অভিযান চালিয়ে বেকারীর মালিক মো. শামিম শেখ এর কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী। জরিমানার পাশাপাশি নকল পণ্যের মোড়ক ফ্যাক্টরী থেকে আগামী দেড় মাসের মধ্যে সরিয়ে ফেলতে বলা হয়েছে। অন্যথায় কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে মর্মে নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জব্দকৃত পণ্যের মোড়ক গুলো হলো, ব্লাক টি ১০ গ্রামের ৫০ প্যাকেট, মুড়ির ৫০০ গ্রাম ওজনের একটি প্যাকেট, হোয়াইট ব্রেড (খালি মোড়ক) দুই বস্তা, মিল্ক ব্রেড খালি প্যাকেট ৪ বস্তা, প্লেইন কেক খালি প্যাকেট ৩টি রোল।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুরের ফিল্ড অফিসার মো. মেসবাহ উল হাসান ইমন, ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার মিথুন কবিরাজ, প্রাণ-আরএফএল গ্রুপের সিপিডি এন্ড লিগ্যাল অফিসার মো. শেখ ফরিদ আহমেদসহ কোতয়ালী থানার পুলিশ ফোর্স।

প্রসঙ্গত, প্রাণ-আরএফএল গ্রুপ দিনাজপুর জোনের সিপিডি এন্ড লিগ্যাল অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে মাসুম বেকারীর ফ্যাক্টরীতে এই অভিযান পরিচালিত হয়।