রাণীশংকৈলে কমিনিউটি স্বাস্থ্য বিষয়ক কর্মশালার শুরু

0
89

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈলে(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৩ নভেম্বর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং কমিনিউটি ক্লিনিকের পরিচালনায় স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এদিন উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচির, সকল ইউপি সদস্য, কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল ও আব্দুর রউফ, ট্রেনার ডাঃ ফিরোজ আলম, আব্দুল্লাহ আল মুনিম, প্রশিক্ষণ প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

প্রসঙ্গত: উপজেলার প্রতিটি কমিনিউটি ক্লিনিকের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌচ্ছানোর লক্ষ্যে এবং সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নয়কে নিয়ে এ প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা চলবে।