সরিষাবাড়ীতে ৩ দিনের ব্যাবধানে ১৭ গরু চুরি

0
101

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ি( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ৩ দিনের ব্যাবধানে ১৭টি গরু চুরির ঘটনা’র তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে পৌর সভার বাঙ্গালী গ্রামে ও গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার মহাদান পশ্চিম পাড়া গ্রামে ও গত সোমবার(১৬ নভেম্বর)ভোর রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাডীয়া দক্ষিন নয়াপাড়া গ্রামে পৃথক পৃথক ৩ টি স্থানে গরু চুরির ঘটনা ঘটে। গরু চুরি নিয়ে আতংকে র্নিঘুম রাত কাটাচ্ছেন গরু মালিকরা।

ভুুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌর সভার বাঙ্গালী পাড়া গ্রামের কৃষক আব্দুর রহিম এর ২ টি গাভী,২টি ষাড়, ও ১টি বকন গরু সহ মোট ৫টি গরু বৃহস্পতিবার(১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে গোয়াল ঘরের তালা কেটে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। এ দিকে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার মহাদান পশ্চিম পাড়া গ্রামের সাবান আলী’র গোয়াল ঘর থেকে গর্ভবতী গরু ১টি ও বকনা গরু ১টি সহ ২টি গরু চুরি হয়। গত সোমবার(১৬ নভেম্বর)ভোর রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাডীয়া দক্ষিন(নয়াপাড়া)গ্রামের কৃষক নায়েব আলীর ২টি গাভী ও ২ টি বাছুর,সাবের আলীর ২টি গাভী,২টি বাছুর,খোরশেদ আলমের ১টি গাভী,১টি বাছুর সহ ১০টি গরু চুরি হয়। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক নায়েব আলী বাদী হয়ে মঙ্গলবার(১৭ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অপর দিকে সম্প্রতি উপজেলার মহাদান ইউনিয়নের বড়শরা গ্রামের মৃত হানি মিয়ার ছেলে হাসমত আলী’র ৩টি গরু ও বাদশা মিয়ার ছেলে নজরুল ইসলামের ১টি গরু ও আওনা ইউনিয়নের কাবাডিয়াবাড়ীর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাষ্টারের ১টি গরু চুরি হয়।পৃথক পৃথক স্থানে মোট ২২ টি গরু চুরির ঘটনা

ঘটেছে।গরু মালিক নায়েব আলী জানান, গরু চুরি বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম জানান, গরু চোর চিহ্নিত করতে তৎপরতা চলছে।