সুন্দরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে অগ্নিনির্বাপণ মহড়া

0
92

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের মীরগঞ্জ বাজারে গ্যাস সিলিন্ডার ও তেলের ড্রামে আগুন ধরলে ছড়িয়ে পড়ার আগেই কিভাবে নিয়ন্ত্রণ করা যায় মহড়ায় তা প্রদর্শন করা হয়। স্থানীয়রা তা প্রত্যক্ষ করার পাশাপাশি গৃহবধু পুতুল রানী কর্মকার আগুন নিভানোয় অংশ করেন।

স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রধান (ভারপ্রাপ্ত) নারায়ন চন্দ্র বর্মা বলেন, গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে তাৎক্ষিকভাবে ভয় না পেয়ে নলের বিপরীত দিক থেকে আঙ্গুল দিয়ে নলটি চেপে ধরলে আগুন নিয়ন্ত্রণে আসবে অথবা চাবি বন্ধ করে দিতে হবে। তেলের ড্রামে আগুন ধরলে ভারী বস্তা বা কাথা দিয়ে ঢেকে দিয়ে তা নিয়ন্ত্রণ করা যায়। তবে পানি দিয়ে নিভানোর চেষ্টা করা যাবে না বলেও যোগ করেন বর্মা। এ সময়ে স্টেশনের অন্যান্য সদস্যরা মহড়ায় অংশ নেন।