ঢাকা মহানগর আদালতে এজলাসের আগুন নিয়ন্ত্রণে: ৫০০০ নথি নষ্ট

0
92

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের রেকর্ড রুমের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। সদরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগুনে ও আগুন নেভানোর জন্য ব্যবহৃত পানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের রেকর্ড রুমে থাকা প্রায় ৫০০০ নথি পুড়ে ও ভিজে গেছে।

এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সদরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বলেন, স্টোর রুমে বিপুল পরিমাণ নথি পুড়ে গেছে। প্রাথমিক অবস্থায় এসি থেকে থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি৷ তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে৷

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) বলেন, বিকাল ৪টা ৪০ মিনিটে থেকে ৫টার মধ্যে আদালত চলাকালীন এজলাসের পেছন দিক থেকে কিছু ধোঁয়া আসছিল। এরপর বিচারক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলেন, দেখেন তো কিসের ধোঁয়া আসতেছে।’ এরপর দেখা যায় এজলাসের পেছনেই মামলার নথি রাখার স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে দেখা যায় স্টোর রুমে আগুন লেগেছে।

তিনি আরো বলেন, মামলার নিষ্পত্তি হয়েছে এ ধরনের নথি স্টোর রুমে ছিল। যেই নথিগুলোতে আগুন লেগেছিল৷