মহেশপুরে রবি শষ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

0
87

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুরে রবি/২০২০-২১ মৌসুমে ভুট্টা,সরিষা,বরো,গম,পিয়াজ এবং খরিপ-১ মৌসুমে মুগের উৎপাদন বৃদ্ধির লক্ষে খুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিাত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মইজদ্দিন হামিদ,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী প্রমুখ।

অনুষ্ঠানে রবি/২০২০-২১ মৌসুমে উপজেলার ৫০৭০ জন খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়।