পেরুতে বিক্ষোভে গুলি: ১২ মন্ত্রীর পর প্রেসিডেন্টেরও পদত্যাগ

0
88

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করেছেন পেরুর অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো।

আলজাজিরা জানায়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে মেরিনোকে প্রত্যাখ্যান করে বিক্ষোভে নামে পেরুর মানুষ।

শনিবার রাজধানী লিমায় বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে দুই শিক্ষার্থীর নিহত এবং আহত হন বহু।

বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় দেশটির রাজনৈতিক মহল থেকে মেরিনোর পদত্যাগের দাবি উঠে।

পুলিশি বর্বরতার প্রতিবাদে রবিবার পদত্যাগ করেন মেরিনো সরকারের ১২ জন মন্ত্রী। মাত্র কয়েকদিন আগেই তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এমন পরিস্থিতিতে একইদিন পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট মেরিনোও। পেরুর পার্লামেন্টের এই সাবেক স্পিকার দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসনের মুখে পড়ে গত সোমবার প্রেসিডেন্টের পদ হারান ভিজকারা। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

বিরোধী নিয়ন্ত্রিত পার্লামেন্টে কংগ্রেস সদস্যরা ভোটের মাধ্যমে ভিজকারাকে অপসারণ করে। তবে পার্লামেন্টের বিরুদ্ধে ক্যু’র অভিযোগ এনে বিক্ষোভে নামে দেশটির মানুষ। গত কয়েক দশকে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়ে পেরু।

মেরিনো সরকারের পদত্যাগের পর বিক্ষোভকারীরা রাস্তায় নেমে উল্লাস করেন। পতাকা উড়ানো ও স্লোগান দিতে দেখা যায় তাদের।

ক্লারিসা গোমেজ নামে এক উল্লাসকারী বলেন, ‘মেরিনো পদত্যাগ করেছেন কারণ তার হাতে রক্তর দাগ পড়েছে। আমাদের সন্তানদের রক্ত।’

করোনা মহামারির ধাক্কায় শতাব্দীর সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মুখে রাজনৈতিক সঙ্কটে পড়তে হলো লাতিন আমেরিকার দেশটিতে।

পেরুতে এখন পর্যন্ত নয় লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৫ হাজার।