রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩

0
93

কামরুল হাসান, রাজশাহীঃ রাজশাহী নগরীর দাসপুকুর মোড়ে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়ছে। দুর্ঘটনা আহত হয়েছে অটোরিকশার আরো তিন যাত্রী । আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত নারীর নাম পরিচয় পাওয়া যায় নি। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন জানান, মাসুম এন্টারপ্রাইজ নামে একটি বাস যাত্রী নিয়ে শহর থেকে উল্টা রাস্তায় গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। একই সময় একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে শহরের দিকে আসছিল। দাসপুকুর মোড়ে এসে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলেই এক নারী মারা যান। আহত হন অটোরিকশার আরো তিন যাত্রী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে।