গোপালপুরে ৮৩০০ জন কৃষকদের মাঝে রবি মৌসুমে সার বীজ বিতরণ

0
83

মো. নুর আলম, গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে (১৩ নভেম্বর শুক্রবার বিকেলে, উপজেলা হলরুমে ২০২০-২১ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ৮৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, বোরোধান, গম, ভুট্টা, সূর্যমুখী চিনাবাদাম, মসুর, খেসারি, পেঁয়াজ, টমেটো ও মরিচ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে।

উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অফিস সহকারি ভূমি সাদিয়া ইসলাম সীমা, থানা তদন্ত অফিসার কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান মো. আব্দুল হাই, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের আসা কৃষকগণ।