ধামরাই পৌর আ’লীগের ৫নং ওয়ার্ডের উন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
94

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড এর উন্নয়ন কল্পে পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ধামরাই পৌরসভার ঈদগাহ ময়দানে শুক্রবার (১৩ই নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১৩ই নভেম্বর) বিকেলে ধামরাই পৌরসভার ঈদগাহ ময়দানে পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াছউজ্জামান (সাঈদ) এর সভাপতিত্ব এ’ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ শফিক আনোয়ার গুলশান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, প্যানেল মেয়র, ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাউন্সিলর (৮নং ওয়ার্ড) মোঃ শহীদুল্লাহ্।

এ’মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বর্তমান কাউন্সিলর (৫নং ওয়ার্ড) ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন চৌধুরী, আমিনুল হাসান গার্নেল, শ্রী দুলাল চন্দ্র সরকার, দিদার হোসেন, প্রাক্তন কাউন্সিলর মোঃ শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বর্তমান কাউন্সিলর আলহাজ্ব জাকির হোসেন চৌধুরী তার মেয়াদ কালের বিভিন্ন চিত্র তুলে ধরেন সেই সাথে আগামীতে আগামীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে বিজয়ী হলে কি কি করবেন তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। অন্যান্য প্রার্থী গন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে কি কি করবেন তা তুলে ধরেন।

এ’সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ ৫নং ওয়ার্ডের জনগন।

মতবিনিময় সভায় আলহাজ্ব বেনজীর আহমদ এমপি বলেন আপনারা জানেন আওয়ামী লীগের আমলে ধামরাই পৌরসভা কার্যক্রম সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন এলজিআরডি মন্ত্রী ছিলেন রথ উৎসব অনুষ্ঠানে ধামরাই আসছিলেন তখন ঐ অনুষ্ঠানে আমি ধামরাই ইউনিয়নকে পৌরসভা করার জন্য দাবি করার পরিপ্রেক্ষিতে ধামরাই পৌরসভা গঠিত হয়েছিল। আপনারা জানেন বৈশ্বিক মহামারী করোনার কারণে অনেক দেশ দিশেহারা অবস্থায় ছিল কিন্তু আমাদের দেশে করোনা ও দীর্ঘস্হায়ী বন্যার মধ্যেও দেশের উন্নয়ন মূলক কাজ অব্যাহত রয়েছে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আপনারা সরকারের নানা উন্নয়ন মূলক কাজ এর চিত্র জনগনের নিকট তুলে ধরুন, জনগনের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ান তাদের সেবা করুন দল পরিক্ষিত নেতাদের মূল্যায়ন করবে।