ধামরাই বড় বাজার দুর্গা মন্দিরে শুভ বিজয়ার পুনঃ মিলনী

0
82

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই বড় বাজার ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উত্তর শুভ বিজয়ার পুনঃ মিলনী অনুষ্ঠান ও করোনা সংক্রমণ এড়াতে আধুনিক প্যাডেল পদ্ধতিতে হাত ধোঁয়া কর্মসূচি কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ই নভেম্বর) বিকেল ৪ ঘটিকার সময় বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক এর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু।

এ’সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর (৪নং ওয়ার্ড) মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর (৬নং ওয়ার্ড) ও উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ সাহেব আলী, প্রাক্তন কাউন্সিলর (৪নং ওয়ার্ড) ও উক্ত ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ তোবারক হোসেন কামাল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ কোহিনূর, বড় বাজার দুর্গা মন্দির কমিটির কর্মকর্তা উৎপল পাল, সঞ্জীব চৌধুরী, ব্র্যাক কর্মকর্তা শ্রী মুকন্দ চন্দ্র কুন্ডু সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।

শুভ বিজয়ার পুনঃ মিলনী অনুষ্ঠান শেষে আধুনিক প্যাডেল পদ্ধতিতে হাত ধোঁয়া কর্মসূচি কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

এ’সময় পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা বলেন বৈশ্বিক মহামারীর কারণে লক্ষ লক্ষ লোকের প্রাণহানি ঘটেছে। করোনার সংক্রমণে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আপনারা সচেতন হলে এর সংক্রমণ এড়াতে পারবেন। আপনারা সরকারের স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়বেন এর সাবান দিয়ে নিয়মিত হাত ধোঁয়া অব্যাহত রাখবেন । আমার তরফ থেকে এ’বিষয়ে সার্বিক সহযোগিতা সব সময় পাবেন।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি বলেন সুন্দর আয়োজনের সব সবাই ধন্যবাদ জানাচ্ছি। করোনা বিষয়ে সব সময় সতর্কতা অবলম্বন করবেন আধুনিক প্যাডেল যুক্ত হাত ধোঁয়া কার্যক্রম চালু হলো আপনারা ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সুন্দর ভাবে ব্যবহার করবেন সেই সাথে মন্দির কমিটির সকলকে এটা সংরক্ষণ করার জন্য আহবান করছি। কারন বর্তমান করোনা কালে সাবান দিয়ে হাত ধোঁয়া খুবই জরুরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংক্রমণ এড়াতে । পরিশেষে উপস্হিত সকলের সুস্বাস্থ্য কামনা করেন।