গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়ারু আটক

0
76

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধা জেলা ডিবি পুলিশের এসআই গোলাম রব্বানী চিশতী নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ১১ নভেম্বর গতকাল বুধবার রাতে জেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব পেশাদার জুয়ারুদের আটক করে ।

সদর উপজেলার গোপালপুর গ্রামের হোসেন আলী মুন্সীর ছেলে রফিুকুল ইসলাম ডিপজলের বাড়ীতে জুয়ার বসলে সেখানে অভিযান চালিয়ে জেলার সাঘাটা উপজেলার ঝাড়াবর্ষা গ্রামের মৃত নৃপেন্দ্র সরকারের ছেলে সাধন চন্দ্র সরকার (৩৫), একই এলাকার ভরতখালী গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৪২), হাসিলকান্দি গ্রামের মোহাম্মদ নঈম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০), পলাশবাড়ী উপজেলার খামার বালুয়া গ্রামের আয়নাল হকের ছেলে দুলু মিয়া (৩৫), বেতকাপা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে ইসমাইল সরকার (২৬), মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৪৬), সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুদহ সোনালী পাড়া গ্রামের মোহাম্মদ আজিজুল হকের ছেলে মোহাম্মদ এরশাদ আলীকে (৩৮) জুয়া খেলার সরঞ্জমাদিসহ আটক করে। এসময় আরো ২০/২৫ জন জুয়ারু পালিয়ে যায়।

ডিবি ওসি মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ও পলাতকদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৮৬৭ সালের আইনে ৩/৪ ধারায় মামলা (নং-৩১, তাং-১২-১১-২০) দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।