শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৮ম শ্রেণীর ছাত্রী নিহত

0
108

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামিয়া ইসলাম শেফা(১৫) নামে ৮ম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার(১২ নভেম্বর) সকালে নাভারন গার্লস স্কুলে পরিক্ষার খাতা জমা দিতে যাওয়ার পথে নাভারণ-সাতক্ষীরা সড়কে ঘাতক ট্রাক তার প্রান কেড়ে নেয়।

নিহত শেফা শার্শার উলাশি কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে ও নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী।

প্রত্যক্ষদর্শিরা জানান,সকালে শেফা পরীক্ষার খাতা জমা দিতে বাসা থেকে ভ্যানে যোগে নাভারন বুরুজবাগান গার্লস স্কুলে যাচ্ছিলো। নাভারন সাতক্ষীরা মহাসড়কের উলাশি খাজুরা নামক স্হানে তাদের ভ্যান পৌছালে দ্রুতগামী একটি ট্রাক এসে তাদের ধাক্কা দেয়। এসময় সামিয়া ছিটকে ট্রাকের তলে পড়ে গেলে ঘাতক ট্রাক তাকে পিষ্ট করে দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় সামিয়া।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি টিটো মিয়া বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ঘাতক ট্রাক স্কুল ছাত্রীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে।তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।