ধামরাইয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
87

রনজিত কুমার পাল (বাবু).ঢাকা জেলা প্রতিনিধি: বাংলাদেশের আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১১ই নভেম্বর) ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী জীবন চন্দ্র দাস এর সভাপতিত্বে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী শফিউল আজম খান বারকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ মোহাদ্দেস হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন, আশুলিয়া থানার আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।

এ’ছাড়াও ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে কেক কেটে, আলোচনা সভার আয়োজন ও বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে জাঁকজমক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।