শ্রীমঙ্গলে ‘কালোমূর্তি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

0
153

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শুদ্ধ বিন্যাস এর প্রকাশনায় ও জলকথা প্রকাশ এর পরিবেশনায় জনি যোগীর লেখা সর্বপ্রথম কাব্যগ্রন্থ ‘কালোমূর্তি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন। ‘কালোমূর্তি’ বইয়ের মোড়ক উন্মোচন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ লেবার হাউজ অডিটোরিয়ামে শুক্রবার ৬ই নভেম্বর সন্ধায় শুক্রবার (৬ই নভেম্বর) রাতে শহরের মৌলভীবাজার রোডস্থ লেবার হাউজ অডিটোরিয়ামে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অসীম দেব এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লতা সাহিত্য পত্রিকার সম্পাদক মো. নুরুজ্জামান।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চৌধুরী, খ্যাতিমান অভিনেতা গোলাম রব্বানী, ছড়াকার ও উপান্যাসিক সজল দাশ, ছড়াকার ও লেখক অধ্যাপক অবিনাশ আচার্য, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শুদ্ধ বিন্যাস প্রকাশনীর পরিচালক শিমুল তরফদার, কালোমূর্তি বইয়ের লেখক জনি যোগী।
পরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন মৌলভীবাজার শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ইপা বড়ুয়া, কান্তা সরকার, সান সাহা অন্তর ও দ্বীপ স্বর্ণকার। কালোমূর্তি বইটি শুদ্ধ বিন্যাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির লেখক জনি যোগী, প্রকাশক শিমুল তরফদার।