এখনও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে যেসব রাজ্যে

0
82

মার্কিন নির্বাচনের দুইদিন পেরিয়ে গেলেও এখনও কোনও প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয়নি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে এখনও ভোট গণনা চলছে। সেসব রাজ্যের ফলাফল শেষ পর্যন্ত বদলে দিতে নির্বাচনের পুরো চিত্র।

জর্জিয়া

জর্জিয়ায় ভোট গণনা প্রায় শেষের দিকে। সেখানে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে। সেখানে এখনও প্রায় ৬০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। রাজ্যটিতে আর অল্প কিছু ভোট গণনা বাকি আছে। তবে আজই সেখানকার ফলাফল জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নেভাদা

নেভাদায় অনেকটাই এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন। সেখানকার ৮৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন ও ট্রাম্পের মধ্যে ব্যবধান ১১ হাজারের বেশি ভোটের। তবে রাজ্যটির ৬টি ইলেকটোরাল ভোট কার পকেটে যাচ্ছে তা এখনও জানা যাচ্ছে না।

পেনসিলভানিয়া

পেনসিলভানিয়ায় শুরুতে বেশ অনেকটাই এগিয়ে ছিলেন ট্রাম্প। তবে মেইল ইন ভোট আসার পর থেকে বাইডেনের সেই ব্যবধান কমতে থাকে। তবে এখনও প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

অ্যারিজোনা

গতকাল উত্তেজনা ছড়িয়েছিল অ্যারিজোনায়। সেখানে অস্ত্র হাতে বিক্ষোভ করেছিল ট্রাম্পের সমর্থকরা। রাজ্যটিতে বাইডেন অনেক ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে ট্রাম্পের ব্যবধান সেখোনে অনেকটাই কমে এসেছে। বাইডেন এখন প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে আছেন। এসব রাজ্য ছাড়াও আলাস্কা এবং নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা অব্যাহত রয়েছে। এই দুই রাজ্যেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। তবে জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনায় জয় না পেলে ট্রাম্পের জয়ের সম্ভাবনা ফিকে হয়ে যাবে।