নেভাদা ও অ্যারিজোনায় এগিয়ে বাইডেন

0
82

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল লড়াইয়ে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সবশেষ তথ্যে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও গার্ডিয়ানের মতে, বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেকটোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেকটোরাল ভোট।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, এখন জর্জিয়া (১৬টি ইলেকটোরাল ভোট), নেভাদা (৬টি ইলেকটোরাল ভোট), অ্যারিজোনা (১১টি ইলেকটোরাল ভোট) ও পেনসিলভানিয়া (২০টি ইলেকটোরাল ভোট)- এই চার রাজ্যে ঝুলে আছে দুই প্রার্থীর ভাগ্য। তবে কিছু সংবাদমাধ্যমের চোখ নর্থ ক্যারোলাইনার (১৫টি ইলেকটোরাল ভোট) দিকেও।

পেনসিলভানিয়া বা বাকি চারটি রাজ্যের যেকোনো দু’টিতে জয় পেলে জো বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের ক্ষেত্রে পথটা কঠিন। আবারও হোয়াইট হাউজের দায়িত্ব পেতে পেনসিলভানিয়া এবং সঙ্গে বাকি চারটি রাজ্যের তিনটিতে জয় দরকার তার। এর মধ্যে নেভাদা ও অ্যারিজোনায় এগিয়ে বাইডেন। জর্জিয়া ও পেনসিলভেনিয়াতেও তিনি ব্যবধান কমিয়ে আনছেন।