পলাশবাড়ী পৌর সভার তফশিল ঘোষনা ১০ ডিসেম্বর ভোট গ্রহণ

0
97

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধা জেলার বহুল কাংখিত পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহন করা হবে আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার । বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবলায় হতে ৩ নভেম্বর মঙ্গলবার স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৮.০০৩.১৯.৩৮৯ এর প্রজ্ঞাপনে জানা যায়, স্থানীয় সরকার পৌরসভা) নির্বাচন বিধিমাল,২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী ফরিদপুর, রাজৈর. মধুখালি,বাঞ্চারামপুর ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার মেয়র,সংরক্ষিত মহিলা কাউন্সিলার এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলার নির্বাচনের উদ্দেশ্যে সময় সূচী অনুযায়ী তফসিল ঘোষনা করা হয়েছে।

নির্বাচন কমিশনারের আদেশ ক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে ঘোষিত তফসিলে বলা হয়। এ বছর আগামী ১৫ নভেম্বর রোজ রবিবার রির্টানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ১৭ নভেম্বর রোজ মঙ্গলবার । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর সোমবার। ভোট গ্রহনের তারিখ আগামী ১০ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ।

উল্লেখ্য , পলাশবাড়ী পৌরসভা ৯ টি সাধারণ ওযার্ড কাউন্সিলার পদে , ৩ টি সংরক্ষিত কাউন্সিলার পদে ও একটি মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভার ৯ টি ওয়ার্ডে ২৪ টি গ্রামে মোট নারী পুরুষ ভোটার ৩১ হাজার ১ শত ৬৩ জন ।

এ পৌরসভাটি দীর্ঘদিন আগে ঘোষণা করা হলেও নানা আইনী জটিলতায় দীর্ঘদিন প্রায় ২ যুগ ধরে হলো তিনটি ইউনিয়নের মানুষ ভোটাধিকার হতে বঞ্চিত হয়েছিলো । স্থানীয় ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের আন্দোলনের ফলে আইনী মোকাবেলা জোড়ালো হওয়ার পর গত ২০১৮ সালের ২০ ডিসেম্বর হতে পৌরসভার কার্যক্রম শুরু করা হয়।