ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াটসন

0
82
HYDERABAD, INDIA - MAY 12: Shane Watson of the Chennai Super Kings bats during the Indian Premier League Final match between the the Mumbai Indians and Chennai Super Kings at Rajiv Gandhi International Cricket Stadium on May 12, 2019 in Hyderabad, India. (Photo by Robert Cianflone/Getty Images)

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। তবে আইপিএলসহ কিছু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলো খেলছিলেন ওয়াটসন। কিন্তু এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ৩৯ বছর বয়সী ওয়াটসন।

চলমান আইপিএলে নিজেকে মেলে ধরতে পারেননি ওয়াটসন। ১১ ম্যাচে ২৯ দশমিক ৯০ ব্যাটিং গড়ে এবং ১২১ দশমিক ০৫ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেন ওয়াটসন।

ওয়াটসনের অবসর নিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে- চেন্নাই সুপার কিংসের সতীর্থদের অবসরের কথা জানান ওয়াটসন। চেন্নাই শিবির থেকে আরও জানানো হয়- ‘শেষ ম্যাচের পর সিএসকে ড্রেসিংরুমে অবসর নেয়ার কথা যখন বলছিলেন, তখন খুব আবেগী হয়ে পড়েছিলেন ওয়াটসন। সিএসকের হয়ে খেলতে পারাটা তার জন্য দারুণ সম্মানের ছিল।’

আইপিএলে চেন্নাইয়ে শেষ ম্যাচের পরই নিজের অবসরের ঘোষণা দেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার হয়ে ৫৯ টেস্টে ৩৭৩১ রান ও ৭৫ উইকেট, ১৯০ ওয়ানডেতে ৫৭৫৭ রান ও ১৬৮ উইকেট এবং ৫৮টি-টোয়েন্টিতে ১৪৬২ রান ও ৪৮ উইকেট নেন শেন ওয়াটসন।