জ্বালানি তেলের দাম কমেছে বিশ্ববাজারে

0
150

বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন হয়েছে। সোমবার থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে গেছে। তেলের এই দরপতন শুরু হয় গত সপ্তাহ থেকে। সোমবার দিনের শুরুতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩৪ মার্কিন ডলার কমে ৩৪ দশমিক ৪৯ ডলারে নেমে গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়া এবং লিবিয়ায় তেল উত্তোলন বেড়ে যাওয়া এই দরপতনের অন্যতম কারণ। সোমবার অপরিশোধিত তেলের দাম কমেছে ৩ দশমিক ৭২ শতাংশ এবং সপ্তাহের ব্যবধানে কমেছে ১০ দশমিক ৭১ শতাংশ। এক বছরের ব্যবধানে প্রায় ৪৪ শতাংশ দরপতন হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে ডিসেম্বর পর্যন্ত দৈনিক ৭৭ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উত্তোলন করার সিদ্ধান্ত হয়।