মহানবী (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে উল্লাপাড়ায় বিক্ষোভ সমাবেশ

0
86

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রোববার সকাল ১০টার দিকে উল্লাপাড়ায় ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেছেন। উল্লাপাড়া উপজেলার এইচ. টি. ইমাম পৌরমুক্ত মঞ্চে উল্লাপাড়া সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ওলামা পরিষদ এ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে উল্লাপাড়া ওলামা পরিষদ উল্লাপাড়া শাখার সভাপতি মুফতি আব্দুল মতিনের সভাপতিত্বে সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান, উল্লাপাড়া চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর হোসেন, মুফতি আব্দুর রহমান, মুফতি আব্দুল আজিজ, মুফতি আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তাগণ ফ্রান্সের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবি জানান।