গোপালপুর কমিউনিটি পুলিশ ডে পালিত

0
91

মো. নুর আলম, গোপালপুর প্রতিনিধি: ‘মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ শ্লোগানে শনিবার (৩১ অক্টোবর) টাঙ্গাইলের গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হয়েছে। বেলুন উড়িয়ে দিবসটি সুচনা করা হয়, দিবসটি উপলক্ষে গোপালপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে রঙ-বেরঙের ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড প্রদর্শন সহ গোপালপুর থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু।

বক্তব্য রাখেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মীর রেজাউল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসচিব ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হাদিরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার , হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ওসি( তদন্ত) কাইয়ুম খান,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা বাল্যবিবাহ প্র্রতিরোধ, জঙ্গি-মাদকের প্রতিকার, নারীর প্রতি সহিংসতা ও নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ইভটিজারকে সামাজিক ভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভায় উপজেলা ও পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, পুলিশ বাহিনী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আওয়ামী মহিলা লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।