বীরগঞ্জে সরকারি জমি গাছ কর্তনের অভিযোগে গ্রেফতার ১

0
85

এন.আই.মিলনঃ  দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়ীর ১ টিনের ব্যবস্যায়ী বন্ধের সুযোগে সরকারি জমির গাছ কর্তনের অভিযোগে আটক করে থানায় দিয়েছে এসিলেন্ড। উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ীহাট এলাকার প্রসাদপাড়া গ্রামের মৃত বুজুর আলীর পুত্র টিন ব্যবসায়ী দুলাল হোসেন সরকারি অর্পিত সম্পত্তি খাস জমির ১৪টি গাছ কেটে ফেলে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ সহকারী কমিশনার ভুমি (এসিলেন্ড) মোঃ ডালিম সরকার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়ে টিন ব্যবসায়ী দুলাল হোসেনকে আটক করে থানায় সর্পদ্দ করেছে। বীরগঞ্জ উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আবুল কাশেম বাদী হয়ে বীরগঞ্জ থানায় গাছ চুরির মামলা দায়ের করে, যার নং- ২৩।

ইউনিয়ন ভুমি কর্মকর্তা খীতিশ চন্দ্র রায় জানান, সরকারী খাস জমিতে অবৈধভাবে পাকা বাড়ীঘর নির্মান করার অপরাধে তাকে ইতিপূর্বে উচ্ছেদের নোটিশ প্রদান করার পরেও ৩০ অক্টোবর শুক্রবার সরকারী ছুটির দিনের সুযোগে সরকারী খাস জমির লক্ষ লক্ষ টাকা মুল্যের বিভিন্ন প্রজাতির গাছ কাটার অপরাধে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।