রাজশাহীতে শিল্প সাহিত্যের ত্রৈমাসিক পত্রিকা কণ্ঠস্বর’র আত্মপ্রকাশ

0
100

কামরুল হাসান, রাজশাহীঃ রাজশাহীতে শিল্প সাহিত্যের ত্রৈমাসিক পত্রিকা কণ্ঠস্বর’র আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) নগরীর শাহমখদুম কলেজের ২০৭ নম্বর কক্ষে কণ্ঠস্বরের আত্মপ্রকাশ সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

কণ্ঠস্বরের ১ম সংখ্যায় ৩টি গবেষণা মূলক প্রবন্ধ, ১৩টি কবিতা, ১টি অনুবাদ কবিতা, ৮টি গল্প, ২টি অণুগল্প, ১টি স্মৃতিচারণ, ২টি বিনোদন মূলক নিবন্ধ, ২টি সামাজিক প্রতিবেদন, ১টি ভ্রমণকাহিনী এবং ২টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

প্রকাশনা উৎসবে কণ্ঠস্বরের লেখকগণ উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত অতিথিরা কণ্ঠস্বরকে নিয়ে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। পরে গান, গল্প ও কবিতার আসর বসে।

কণ্ঠস্বর সম্পাদক নাদিম সিনার সঞ্চালনায় প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, মুক্তিযোদ্ধা-লেখক এবি সিদ্দিকী, মুক্তিযোদ্ধা-ছড়াকার আলী আর্সলান অপু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, সাংস্কৃতিক কর্মী আবু তালেব মোল্লাহ্, কবি আমিন মোহাম্মদ, নজরুল গবেষক ড. আজমল খান, গল্পের হাটের সম্পাদক সোহান রেজা, কণ্ঠস্বরের শিল্প নির্দেশক অর্ণব পাল সন্তু, কণ্ঠস্বরের সভ্য মাহমুদ হাসান রাকিব, সরোয়ার মিম, মেহেদী হাসান, মুনওয়ার আনজুম রিফাত, মাহমুদুল হাসান শিশির, সাকিব সায়েম, শুভ আলম, তৌকির ইসলাম সহ আরও অনেকে।

উল্লেখ্য যে, ‘কণ্ঠস্বর’ একটি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ভিত্তিক সামাজিক আন্দোলন। কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠনটি রাজশাহীতে শিল্প, সাহিত্য চর্চা করে আসছে। এরই ধারাবাহিকতায় আত্মপ্রকাশ করলো ত্রৈমাসিক পত্রিকা ‘কণ্ঠস্বর’।