ঈশ্বরদীতে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রস্তুত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

0
89

মামুনুর রহমান, সিনিয়র রিপোটার (পাবনা): বুধবার (২৮শে অক্টোবর) সকালে স্বাস্থ্যবিধি মেনে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রস্তুত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিষ্ঠান প্রধানদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” এই প্রতিপাদ্য নিয়ে ঈশ্বরদীতে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রস্তুত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগন। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেন ঈশ্বরদী গার্লস স্কুল এ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করেন সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেন প্রত্যান্ত চরাঞ্চলের সেসিপ প্রকল্পের শিক্ষাপ্রতিষ্ঠান দাদাপুর মাধ্যমিক বিদ্যালয় (সেসিপ)।

উল্লেখ্য, ২০১৯ সালে সরকারী সিদ্ধান্ত মোতাবেক ঈশ্বরদী উপজেলা প্রশাসন ‘মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রস্তুত প্রতিযোগিতার আয়োজন করেন। যেখানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ৭ম শ্রেনীর (বাংলা) পাঠ্য বাইয়ের “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি” অধ্যায়ের তথ্য উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে প্রশ্ন উত্তর ও সাক্ষাত গ্রহন ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা ৮টি দলে বিভক্ত হয়ে তথ্য উপাত্ত ডকুমেন্টারি তৈরীর মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।