রাজশাহীর মোহনপুরে সড়ক দূঘটনায় নিহত ১ আহত ৫

0
102

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুরে বিদিরপুর বাজারে মহাসড়কের বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮ টার বিদিরপুর বাজারের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থানে উপজেলার কাশিমালা গ্রামের ইদ্রিস আলী ছেলে নাসির উদ্দিন নিহত হন।।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা চাঁদনী ট্রাভেলস (রাজশাহী ব-৫১১৫) একটি যাত্রীবাহি বাস বিদিরপুর বাজারে পৌঁছে প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে পথচারী নাসির উদ্দীনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হয়েছেন হাটে আসা ব্যবসায়ীসহ পাঁচজন।

আহতরা হচ্ছেন উপজেলার খাড়ইল গ্রামের আবু বাক্কারের ছেলে রাকিব হোসেন (২৩), কাশিমালা গ্রামের গান্ডু মন্ডলের ছেলে আবুক কালাম (৪৫), গোদাগাড়ী উপজেলার প্রসাদপুর গ্রামের মোস্তফার ছেলে রায়হান হোসেন (৩০), রাজশাহী মহানগর চন্দ্রিমা থানার কেদাতুল এলাকার রহমানের ছেলে মোসলেম উদ্দিন (৫০)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে বাস বাস আটক করে থানায় নিয়ে আসে। একই স্থানে গত ১১ অক্টোবর রোববার বেলা ১১টায় সময় ট্রাকের চাপায় উপজেলার টেমা গ্রামের নওশাদ আলী (৫৫) নামের পথচারী নিহত হন।

স্থানীয়রা জানান, ব্যস্ততম রাস্তার উপর হাট বসানোর কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। থানা ইউডি মামলা হয়েছে। পরে বাস জব্দ করেছে পুলিশ । চালক পলাতক রয়েছে।