শ্রীবরদীতে বাশ ঝাড় থেকে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

0
87

আরফান আলী,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বাঁশঝাড় থেকে সাকলাইন (৩০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ই অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে পৌরশহরের পূর্ব ছনকান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়,নিহত সাকলাইন মৃত অহিজদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১০টার দিকে বাড়ির পাশে ঈদগা মাঠ বাজারে সাকলাইন চা খেতে যায়। এ সময় চায়ের স্টলে তাকে পাশের লোকজনের সাথে কথা বলতে দেখেছে অনেকে। এরপর রাতে বাড়ি ফিরেনি সে। ভোরে আশপাশের লোকজন তার বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় রশি বাঁধা লাশ ঝুলতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আরও জানা যায়, তাদের প্রতিবেশী রাইস মিল মালিক আজগড় আলীর সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কোর্টে মামলাও হয়েছে। প্রতিপক্ষরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সেখানে ঝুলে রেখেছে বলে তারা অভিযোগ তুলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহল আমিন তালুকদার বলেন, লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।