দশ ঘন্টা পর খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু

0
79

খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর। এর আগে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দু’টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। মঙ্গলবার রাত ১টা ৪৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইন চ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় খুলনার সঙ্গে সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।