পুঠিয়া পৌরসভায় মেয়র প্রার্থীদের শারদীয় দুর্গাপূজা পরিদর্শন

0
81

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার একমাত্র পৌরসভা ‘পুঠিয়া পৌরসভায়’ সারাদেশ-সহ সকল উপজেলায় এক সাথে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব”শারদীয় দূর্গা পূজা” পালিত হচ্ছে। আজ ছিল তার নবমীর দিন। সব শ্রেনী পেশার মানুষ আনান্দ উৎসব উপভোগ করছেন এক সাথে। উৎসবের আনান্দ ভাগাভাগি করতে আসেন অনেক সমাজসেবক।

নিজ নিজ অনুসারী ভক্তদের নিয়ে মোটরসাইকেল শোডাউন এর মাধ্যমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত মন্দিরে পূজামণ্ডপে শারদীয় দূর্গাপূজা পরিদর্শন করেন। এসময় মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠানের খোঁজ খবর নেন বলে জানা যায়। সামনে পৌরসভার দ্বিতীয় দফা নির্বাচন শুরু হবে বলে চলছে প্রার্থীদের আগাম গণসংযোগ। সাধারণ মানুষের সান্নিধ্যে পেতে বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন প্রার্থীরা।

পৌরসভায় অবস্থিত ১২ টি শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেছেন বর্তমান নগরপিতা ও আসন্ন পৌর নির্বাচনের দ্বিতীয় দফা প্রার্থী রবিউল ইসলাম রবি। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি,সাধারণ জনগণ, ভক্তবৃন্দ, অতিথি, কাউন্সিলর সহ আনেকে। তাদের মধ্যে ছিলেন আসন্ন পৌর নির্বাচনের বেশিরভাগই আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদ প্রার্থী। শারদীয় এই দূর্গাপূজা আরো আনন্দে ভরপুর হয়ে উঠে প্রার্থীদের সাথে আসা শত শত মানুষের আগমনে। আসন্ন পৌর নির্বাচনে উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী শরিফুল ইসলাম টিপু পূজামণ্ডপ পরিদর্শন ও খোঁজখবর নিতে এসে বলেন, আমরা সবাই ভাই ভাই, একসাথে মিলেমিশে বসবাস করি যা আমাদের ভাতৃত্বের বন্ধন। সুখে দুঃখে সব সময় পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো।

এর আগে অষ্টমীতেও আনান্দ ভাগাভাগি করতে পরিদর্শন ও খোঁজ খবর নিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনের প্রার্থী পৌর আওয়ামিলীগের বর্তমান সাধারণ সম্পাদক শাহারিয়ার রহিম কনক। এদিকে অষ্টমীর দিন সহ আজও শারদীয় দূর্গাপুজা পরিদর্শন করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। তিনি গতকাল সবগুলো মণ্ডপে স্বাস্থ্য সচেতনতা মূলক মাক্স বিতরণ করেছেন বলে জানা যায়।এছাড়াও অনেকে নিজ নিজ তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে এই শোডাউন সহ পরিদর্শনের ছবি আপলোড করে প্রচার করতে দেখা যায়।