শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে আর্থিক জরিমানা

0
91

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জেলেকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৫ অক্টোবর রোববার উপজেলার পদ্মা নদীর বাঘড়া ও ভাগ্যকুল অংশে বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক ও ২৫ কেজি মা ইলিশ ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

পরে ভ্রম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ১০ জেলেকে ৫ হাজার টাকা ও ১ জেলেকে ৩ হাজার টাকা মোট ৫৩ হাজার টাকা জরিমান করেন। জব্দকৃক জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অপরদিকে মা ইলিশ স্থানীয় মাদ্রাসায় বিলি করা হয়।

এ সময় ছিলেন শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও র‌্যাব-১১’র অধিনায়ক মোস্তাফিজুর রহমান।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, মা ইলিশ রক্ষা করার জন্য শ্রীনগর উপজেলায় জেলা থেকে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পদ্মা নদীর শ্রীনগর অংশে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।