১ নভেম্বর থেকে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশি মুসল্লিরা

0
93

বিদেশী মুসল্লিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মসজিদে নববীর দরজা। ওমরাহ পালনে সৌদি সরকারের অনুমতির তৃতীয় ধাপে বিদেশী মুসল্লিরা এ সুযোগ পাবেন আগামী ১ নভেম্বর থেকে। খবর আরব নিউজের।

করোনার কারণে এবারে মোট তিন ধাপে ওমরাহ পালনের অনুমতি দিচ্ছে সৌদি সরকার। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত ২৫ লাখ মানুষ ওমরাহ সেবা দিতে তৈরি হওয়া অ্যাপ ‘ইতমারনা’ ইন্সটল করেছেন। এদের মধ্যে ১২ লাখ তাদের রেজিস্ট্রিশন সম্পন্ন করেছেন। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি জানিয়েছেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

সৌদি সরকারের নিয়ম অনুযায়ী তৃতীয় ধাপে একদিনে সর্বোচ্চ ৬০ হাজার মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। ওমরাহ পালনে সরকারি অনুমতি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার মুসল্লি ওমরাহ পালন করেছেন। এদিকে, গেলো শনিবার করোনায় আক্রান্ত হয়ে সৌদিতে মারা গেছে ১৭ জন। আর নতুন আক্রান্তের সংখ্যা ৩৯৫।