ল্যাপটপ ও প্রিন্টার পাচ্ছেন এমপিরা

0
68

করোনা মহামারীতে এমপিদের দাপ্তরিক কাজের গতি বাড়াতে একটি ল্যাপটপ ও প্রিন্টার পাচ্ছেন। প্রতিটি ল্যাপটপের দাম ৯০ হাজার ও প্রিন্টারের দাম ২০ হাজার টাকায় কেনা হয়েছে। এমপিরা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের দাপ্তরিক সিদ্ধান্তগুলো বাড়িতে থেকেই নির্দেশনা দিতে পারবেন।

রোববার থেকে সংসদ ভবনে এমপিদের মাঝে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ করা হচ্ছে। আগামী এক মাস পর্যন্ত বিতরন কার্যক্রম চলবে। গত ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্যদের কাছ থেকে চাহিদাপত্র চাওয়া হয়। সেই চাহিদাপত্রের আলোকে এসব বিতরণ করা হচ্ছে। মন্ত্রণালয় ল্যাপটপ ও প্রিন্টার কিনলেও বিতরণ করছে সংসদের আইটি বিভাগ।

আইটি বিভাগের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল বলেন, ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ করা হচ্ছে।পর্যাক্রমে সবাইকে দেওয়া হবে। এইচপি এলিট বুকের সঙ্গে লেজার জেট প্রো মডেলের প্রিন্টার বিতরণ চলছে।