যেভাবে দ্রুত জানবেন এসএসসির ফল

0
133

মহামারি করোনাভাইরাসের কারণে বিলম্ব হচ্ছে এসএসসির ফল প্রকাশে। জানা যায়, ঈদ-উল-ফিতরের পর যেকোনো দিন এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি বলছে, ফল প্রকাশের আগে শিক্ষার্থীরা মোবাইল থেকে ‘প্রি-রেজিস্ট্রেশন’ করে রাখলেই ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফল পৌঁছে যাবে।

এক নজরে দেখে নিন যেভাবে দ্রুত জানবেন এসএসসির ফল-

SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2020 লিখে 16222 নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইলে তাদের ফলাফল পৌঁছে যাবে।