গজারিয়ায় ২০ মিনিটের ব্যাবধানে ৩টি সড়ক দুর্ঘটনায় আহত- ২২

0
89

আবু সাঈদ দেওযান সৌরভ, মুন্সীগঞ্জ: গতকাল ২১ই অক্টোবর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ২০ মিনিটের ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় ২২ জন আহত হয়েছে। দূর্ঘটনার কারনে র্দীঘ যানজটের সৃষ্টি হয়।

প্রাপ্ত তথ্য সুত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস ষ্ট্যান্ড থেকে ফিদা ফিলিং স্টেশন পর্যন্ত আধা কিলোমিটারের মধ্যে ২০ মিনিট সময়ের ব্যাবধানে ৩ টি পৃথক জায়গায় ৩টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ২২ জন। দুর্ঘটনার পর প্রায় ১ঘন্টা ঢাকা ও কুমিল্লা মহাসড়কের উভয় দিকে যানচলাচল বন্ধ হওয়ার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গতকাল বুধবার বিকাল আনুমানিক ৩’৩০ মিনিট হতে প্রায় ৩’৫০ মিনিটের মধ্যে ভবেরচর বাস ষ্ট্যান্ডের সামনে ট্রাকের গতিরোধ করতে গিয়ে চালকসহ একই গাড়ির ২ জন আহত হয়েছে।

এ ঘটনার অল্প সময় পর ভবেরচর ঈদগাঁ সংলগ্ন কুমিল্লা মুখী ঢাকা (মেট্রো গ ৩১ ৪২৪৪) একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন ঈদগাঁ মাঠে গিয়ে আছড়ে পড়ে এতে আহত হয়েছে ২ জন।

প্রায় একই সময়ে ফিদা ফিলিং স্টেশন এলাকায় মালবাহী ট্রাক উল্টে ঢাকা মুখী যাত্রীবাহী হিমালয় গাড়ি কে ধাক্কা দেয়। এ ঘটনায় হিমালয় গাড়িতে থাকা প্রায় ১৮ জন যাত্রী আহত হয়েছে। একই ঘটনায় হিমালয় গাড়ির ধাক্কায় সাথে থাকা (ঢাকা মেট্রো গ ২৩৮৪৭২) গাড়িতে ড্রাইভার সহ ৪ জনের মধ্যে ২জন গুরুতর আহত হয়।

হিমাচল গাড়ির চালক আহত মাসুদ রানা (৩৪) দূর্ঘটনার বর্ণনায় বলেন, বৃষ্টির মধ্যে ঢাকা মুখী ধীরে ধীরে যাচ্ছি। ফিদা ফিলিং স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে ওভার গতিতে ওয়ানওয়ের উপরে দিয়ে আমার গাড়িতে ধাক্কা দেয়। এসময় গাড়িতে থাকা প্রায় ১৮ জন যাত্রী আহত হয়েছে।

হিমালয় গাড়িতে থাকা যাএীরা প্রায় সবাই কুমিল্লার লাকসাম গৌরিপুর ও রায়পুর এলাকার বাসিন্দা। সরজমিনের তথ্য অনুযায়ী, পৃথক ৩ টি দূর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ২২ জন। ৩ টি দূর্ঘটনাই গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। সড়ক দুর্ঘটনার পর ঢাকা ও কুমিল্লা মুখী উভয় দিকে যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ সালাউদ্দিন জানান, বৃষ্টির কারনে এবং গাড়ির গতি অতিরিক্ত থাকায় অল্প সময়ের ব্যাবধানে একাধিক দূর্ঘটনা ঘটেছে। কিছু লোক আহত হয়েছে। যানজট নিরসনের কাজ চলছে।

হাসপাতাল সূএে জানা যায়, ৬ জন কে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। বাকীদের প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।