ইদলিব প্রদেশে রুশ বিমান হামলায় আহত ৫

0
82

রিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় ৫ বেসামরিক নাগরিক আহত হয়েছে। বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস সিভিল ডিফেন্স সিস্টেম এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, দক্ষিণ ইদলিবের রামি গ্রামের বসতি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হোয়াইট হেলমেটস জানায়, হামলায় আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে ইদলিবে নিরাপদ অঞ্চল গঠনে একমত হয় রাশিয়া এবং তুরস্ক। শর্ত অনুযায়ী এ ধরনের আক্রমণ সম্পূর্ণভাবে বেআইনি বা নিষিদ্ধ।

গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে বাশার আল আসাদ সরকারের আগ্রাসী দমনপীড়নের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের শুরুতে গৃহযুদ্ধে জড়িয়ে পরে সিরিয়া। এ পর্যন্ত সংঘাতে প্রায় ৪ লাখ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে এক কোটির বেশি বাসিন্দা।