তালতলীতে ইউপি-উপ নির্বাচনে জাল ভোট দিতে এসে আটক-৪

0
80

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাল ভোট দিতে এসে চার জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২০অক্টোবার) দুপুরের দিকে হেলেঞ্চাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আটক করেন আইন শৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলেন,আটককৃতরা হলেন কড়ইবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈনুদ্দিন, একটি বাড়ি একটি খামারে কর্মকর্তা হাবিবুর রহমান, জাকির হোসেন ও তানজিলা। জানা গেছে,কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে পরিচয় গোপন করে পোলিং এজেন্ট থাকায় একজন ইউপি সদস্য ও একটি বাড়ি একটি খামারে একজন কর্মকর্তা এবং জাল ভোট দিতে তাদেরকে দুইজনকে আটক করে।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তারিকুল ইসলাম জানান, ঐ চার ব্যক্তির দুইজন পরিচয় গোপন করে পোলিং এজেন্ট হয়েছেন এবং অপর দুইব্যক্তি এই কেন্দ্রের ভোটার নন। এরপরেও জাল ভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এজন্য তাদের আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।