আশুলিয়ার ইয়ারপুর থেকে ৯০৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক

0
274

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর অদূরে ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর একটি দল ।

তারা হলেন, মোঃ ইকবাল হোসেন ওরফে লেবু ওরফে লেদু (৪৮) ও মোছাঃ নার্গিস বেগম (৩৭)। তাদের উভয়ের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

আজ মঙ্গলবার র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসময় তাদের কাছ থেকে ৯০৪ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৬৭০ টাকাজব্দ করা হয়েছে।

এএসপি মোঃ জিয়াউর রহমান চৌধুরী জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে র‌্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আশুলিয়া থানার ইয়ারপুর এলাকায় মোঃ ইকবাল হোসেন ওরফে লেবু ওরফে লেদু তার নিজ বসতবাড়ীতে ভারতীয় তৈরী অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করে রেখেছে। পরবর্তীতে র‌্যাব সদস্যরা রাত ১১টা ৫৫ মিনিটের সময় মোঃ ইকবাল হোসেন ওরফে লেবু বাড়ীতে অভিযান চালিয়ে ৯০৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত স্বামী-স্ত্রী তারা দীর্ঘদিন যাবৎ দেশের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে কৌশলে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নিজ বসতবাড়ীতে মজুতসহ বিক্রয় করে আসছিল।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাব-৪ এর মিডিয়া কো-অর্ডিনেটর।