রাজধানীতে হিযবুত তাহরী’র ঢাকা উত্তরের প্রধান সমন্বয়ক র‌্যাবের হাতে গ্রেফতার

0
110

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন” হিযবুত তাহরী”র সক্রিয় সদস্য ও ঢাকা উত্তরের প্রধান সমন্বয়ক’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর একটি দল। তার নাম হেদায়েত হোসেন (৫৩), জেলা-ঢাকা।

আজ মঙ্গলবার র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে হিজবুত তাহরী’র ঢাকা উত্তরের প্রধান সমন্বয়ক হেদায়েত হোসেনকে গ্রেফতার করা হয়।

এসময় তার নিকট থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন‘হিযবুত তাহরীর’ বিভিন্ন ধরনের উগ্রবাদী ও দেশ বিরোধী সম্পর্কিত লিফলেট,বই, মোবাইল ফোন সহ অনলাইন সম্মেলন ম্যানুয়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত হেদায়েত হোসেন লন্ডনে থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন‘হিযবুত তাহরী’ এর প্রত্যক্ষ সংস্পর্শে আসে এবং ঢাকা উত্তরের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে Zoom meeting এবং Facebook প্রভৃতি সামাজিক মাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনটির মতবাদ প্রচার করতে শুরু করে।

এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার।