খুলনায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা ; ২৩০০ টাকা জরিমানা আদায়

0
73

আহছানুল আমীন জর্জ, খুলনা : খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ১৮ অক্টোবর রবিবার খুলনা মহানগরীর দৌলতপুর বাজার ও খালিশপুরের চিত্রালী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করেন মৎস্য অধিদপ্তর খুলনা – এর সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম সহ মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এছাড়া, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এবং কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূরত্ব রক্ষা ও মাস্ক ব্যবহারে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এসময়, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৪৩ ধারায় এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় চারটি মামলায় মোট ২ হাজার ৩শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মা ইলিশ সংরক্ষণে, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির বাজার নিয়ন্ত্রণে এবং স্বাস্থ্যবিধি রক্ষায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানা গেছে।