খুলনা জেলা শিল্পকলা একাডেমীর ৫ দফা দাবি : জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

0
82

আহছানুল আমীন জর্জ, খুলনা : খুলনা জেলা শিল্পকলা একাডেমি উদ্বোধনের পূর্বে সংস্কৃতি কর্মীদের চাহিদা অনুযায়ী আলো, শব্দ প্রক্ষেপণ ও আসন ব্যবস্থাপনার ত্র“টি রয়েছে বলে অভিযোগ তুলেছেন খুলনার সাংস্কৃতিক কর্মীরা। সে সব সমস্যা দ্রুত সমাধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনসহ পাঁচদফা দাবিতে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, খুলনা। শনিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের বরাবর স্মারকলিপি পেশ করেন খুলনা সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সভাপতি হুমায়ুন কবির ববি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম।

তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে- খুলনা জেলা শিল্পকলা একাডেমির দৃষ্টিনন্দন ভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছায় খুলনাতে তৈরি হয়েছে। সে কারণে প্রধানমন্ত্রী কতৃর্ক জেলা শিল্পকলা একাডেমি উদ্বোবধনের আয়োজন করতে হবে। উদ্বোধনের পূর্বে মূল মিলনায়তন ও আর্ট গ্যালারির আলোসহ শীতাতপের যে সকল ত্রুটি রয়েছে তা দূর করতে হবে। আধুনিক আলো ও শব্দ প্রক্ষেপণ যন্ত্রস্থাপন করা হয়েছে তার ব্যবহারের জন্য কারিগরি দক্ষ জনবল নিয়োগের দাবি। এছাড়া, নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন।