নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

0
91

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় সারাদেশের ন্যায় আজ শনিবার শুনই ইউনিয়নে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ ২০২০ অনুষ্টিত হযয়েছে। ২ নং শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন ছানু’র সভাপতিত্বে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন শুনই ইউনিয়ন বিট পুলিশিংয়ের ইনচার্জ এসআই মনিরুজ্জামান ভূঁইয়া।

শুনই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন শুনই ইউনিয়ন বিট পুলিশিং এর সহকারি ইনচার্জ এএসআই আমিরুল ইসলাম, শুনই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ বাচ্চু মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকনউজ্জামান রোকন, ইউনিয়ন পরিষদ সচিব আমিনুল ইসলাম, উপজেলার সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ রাশেদুল হাবিব ভূঁঞা ইকবাল, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য/সদস্যাবৃন্দ, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য বৃন্দ প্রমুখ।

সমাবেশে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধের উপর মূল্যবান বক্তব্য রাখেন সমাবেশের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন ছানু সহ উপস্থিত অতিথিবৃন্দ।