পুঠিয়ায় বিট পুলিশিং এর ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

0
100

পুঠিয়া প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় আজ পুঠিয়া উপজেলাতেও পালিত হয়েছে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং কার্যক্রম। “বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নয়ন,নিরাপদে দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এই প্রতিবাদ্যকতা সামনে রেখে শুরু হয় বিট পুলিশিং এর আলোচনা ও সমাবেশ।

উপজেলার প্রত্যকটি ইউনিয়ন ও পৌরসভায় এই আলোচনা সভা ও সমাবেশ করা হয়। সেই সময় বিট পুলিশিং এর দায়িত্বরত অফিসারগণ বিভিন্ন জায়গায় এ অনুষ্ঠানে যোগদান করেন।  এসময় সমাজের বিভিন্ন পেশার মানুষ জনপ্রতিনিধিগণ সহ সাধারণ জনগণ এই আলোচনা সভায় অংশগ্রহণ করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) হাসমত আলী বলেন, সমাজে ধর্ষণ নির্যাতন বন্ধে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে এই ধর্ষণ নির্যাতন আইনের শাস্তি সম্পর্কে সবাইকে সচেতনতার লক্ষে এই পুলিশিং সমাবেশ।

এ সময় সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, ছাত্রলীগ নেতা শোভন সহ ইউনিয়নের সকল ইউপি সদস্য শিক্ষক সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।