দিনাজপুরের খানসামায় নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

0
78

চৌধুরী নুপুর নাহার তাজ ,নিজস্ব প্রতিনিধি: সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘’নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ” এই শ্লোগানকে সামনে রেখে খানসামা থানা পুলিশের আয়োজনে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

আজ শনিবার সকাল ১০টায় দিনাজপুরের খানসামার ৬টি ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে পরিবার থেকে সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে। কারণ পরিবারের লোকজনের কাছ থেকে নারীরা নানা নির্যাতনের শিকার হয়ে থাকে। পুলিশের পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন, খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন, খানসামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। সভাপতি হিসেবে ছিলেন, ২ নং ইউনিয়ন এর চেয়ারম্যান হাফিজুল হক সরকার, হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেনায়েম খান, পুলিশ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিত্ব, জনপ্রতিনিধি সহ আরো অনেকে।