মির্জাগঞ্জে দুই লক্ষ দশ হাজার টাকার কারেন্ট জাল আটক

0
205

মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর মির্জাগঞ্জের স্থানীয় পায়রা ও বেড়েরধন নদীতে পৃথক অভিযান চালিয়ে তিনটি বেহুন্দি জালসহ তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করেছে উপজেলা মৎস্য বিভাগ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়রা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেড়েরধন নদীতে অভিযান চালিয়ে ৩টি বেহুন্দি জাল ও এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের নির্দেশে ঐ দিন দুপুরে আটককৃত বেহুন্দি ও কারেন্ট জাল উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের পিছনের মাঠে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয় যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা।

অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, ফিল্ড এ্যাসিস্ট্যান্ট মো. আমিরুল ইসলাম ও ফিল্ড এ্যাসিস্ট্যান্ট মো. তরিকুল ইসলাম শাওন উপস্থিত ছিলেন।