বাংলাদেশে যা কিছু উন্নয়ন প্রধানমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

0
79

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) থেকে: তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি না থাকলে উন্নয়ন সম্ভব না, দেশে যা কিছু উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হানিার জন্যই সম্ভব হয়েছে।

শুক্রবার সন্ধা ৬ টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী খালের উপর ৭ কোটি ২৪ লক্ষ ১৩ হাজার ৫’শ ৯৩ টাকায় নির্মান ব্যায় ধরে ৯০ মিটার আর সি সি গার্ডার ব্রীজ ও যমুনা শাখা নদীর উপর ৮ কোটি ৩৮ হাজার ৯’শ ১৮ টাকা প্রাক্কলিত মুল্য ধরে ৯৬ মিটার পি এস সি গার্ডার ব্রীজ নির্মান কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উক্ত ভিক্তি প্রস্তর স্থাপন উপলক্ষে চর সরিষাবাড়ী কাঠের ব্রীজ পাড় এলাকায় সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যের একাংশে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এ সব কথাগুলো বলেছেন। এ দিকে সকাল ১১ টার দিকে প্রধান অতিথী হিসেবে তথ্য প্রতি মন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান উপজেলার পিংনা বারইপটল কেন্দ্রীয় জামে মসজিদের নির্মান কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করেন।

জানা গেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় জামালপুরের অধীন উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্ধব ১০০ মিটার সেতু নির্মান প্রকল্পের আওতায় আর সি সি গার্ডার ব্রীজ ও পি এস সি গার্ডার ব্রীজ দুটি মেসার্স লাবনী এন্টার প্রাইজ কে আগামী ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত র্নিমান কাজ সম্পন্ন করার সময় সীমা বেধে দিয়েছে কর্তৃপক্ষ। ব্রীজ দুটির ভিক্তি প্রস্তর স্থাপন হওয়ায় চরা লের মানুষের মাঝে উৎফুল্ল্যা লক্ষ্য করা গেছে।

আলোচনা সভায় সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আব্দুর রউফ গফুর এর সভাপতিত্বে সাধারন সম্পাদক জয়নাল আবেদীন পরিচালনা করেন।বিশেষ অতিথী হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সাবেক ছাত্র লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির উপ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম,ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।