সমুদ্রসীমা নিয়ে বৈঠকে বসছে ইসরাইল-লেবানন

0
79

সমুদ্রসীমা নিয়ে বিরোধ মীমাংসা করতে আলোচনায় বসেছে ইসরাইল ও লেবানন। বুধবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে প্রায় ঘন্টাব্যাপি আলোচনা হয়েছে। আগামী ২৮ অক্টোবর এ ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনার কথা রয়েছে। খবর রয়টার্সের। খবরে বলা হয়, দুই দেশের মধ্যে এ দফার আলোচনায় মধ্যস্থতা করেছে মার্কিন কর্মকর্তারা। লেবাননের সীমান্তবর্তী শহর নাকুরাতে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়।

দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ সময় লাগলেও একাধিকবার আলোচনায় বসে পুরোপুরি সমস্যা সমাধান করতে আগ্রহী তারা। তবে এখনই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কোনো আলোচনার জন্য প্রস্তুত নয় লেবানন। এ নিয়ে লেবাননের ব্রিগেডিয়ার জেনারেল বাসাম ইয়াসিন বলেন, এই আলোচনার মধ্য দিয়ে দুই দেশের হাজার মাইল দীর্ঘ সমুদ্রাসীমা বিরোধ নিয়ে প্রথম মীমাংসার আলো দেখল।