পল্লী গানের সম্রাট আবদুল আলীমের স্ত্রী আর নেই

0
216

বাংলাদেশের লোকসংগীতের প্রাণপুরুষ, লোকসংগীতের মুকুটহীন সম্রাট, মরমি শিল্পী আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সোমবার দিনগত রাত ২টা ২৫ মিনিটে রাজধানী বনশ্রীর জাপান-বাংলাদেশি ইয়ামাগাটা ঢাকা ফ্রেন্ডশীপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন আব্দুল আমলীমের পুত্রবধূ নাহিদ শারমিন।

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে গতকাল রাতে আমার শাশুড়ি মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় খিলগাঁওয়ের বায়তুল আমান মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমার গ্রামের বাড়ি নবাবগঞ্জের দোহারে দাফন করা হবে।

মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাহিদ শারমিন।

জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। গত জুনের মাঝামাঝি ব্রেইন স্ট্রোক করে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কিংবদন্তি শিল্পী আবদুল আলীম ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। আবদুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান। এর মধ্যে তিন সন্তান জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম সংগীতশিল্পী।