সিরাজদিখানে পরোয়ানা ভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

0
105

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সিগঞ্জের সিরাজদিখানে আহাদ খান (৪৫) নামে পরোয়ানা ভুক্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে সিরাজদিখার থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে কাজীরবাগ গ্রামের মোকশেদ খানের ছেলে।

পরে ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃত আসামী আহাদ খানকে কোর্টে প্রেরণ করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী আহাদ খান ও মামলার অপর পলাতক আসামী কাজীরবাগ গ্রামের আমির হোসেনের ছেলে মুক্তার হোসেন বিদেশে নেওয়ার নাম করে এক বছর পূর্বে শ্রীনগর উপজেলার এক সাংবাদিকের কাছ থেকে ৬ লক্ষ ৪০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।

পরে ওই সাংবাদিক ওই দুই প্রতারককে বিবাদী করে চলতি বছরের ১২ই আগষ্ট বিজ্ঞ আদালতে ৪০৬/৪২০ ধারায় একটি সি.আর মামলা দায়ের করেন। যার নং-১৩৪। সিরাজদিখান থানার ডিউটি অফিসার এস,আই মো. জুবায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে একজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।