কানাডা-ইউরোপে চাকরি দেয়ার নামে প্রতারণা, মিরপুরে র‌্যাবের অভিযান

0
83

কানাডা, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে ‘ভিসা গাইড সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান। এমন অভিযোগের প্রতিষ্ঠানটিতে অভিযান চালাচ্ছে র‌্যাব।

সোমবার দুপুর ২টা থেকে রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেটের নবম তলায় প্রতিষ্ঠানটিতে অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি জানান, এই প্রতিষ্ঠানটি কানাডা, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরপর তাদের ভুয়া ভিসা, ওয়ার্ক পারমিট দিয়ে অবৈধপথে বিদেশ পাঠায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ভুক্তভোগীদের অনেকে ভুয়া ভিসা নিয়ে প্রতারিত হচ্ছেন। পরবর্তীতে তারা ওই প্রতিষ্ঠানের কাছে টাকা ফেরত চাইলে তাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেন প্রতিষ্ঠানটির মালিকসহ কর্মকর্তারা। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।